Last Updated: Saturday, December 15, 2012, 09:43
ভারতের হাতে তুলে দিতে হবে মুম্বইকাণ্ডের মূল চক্রী হাফিজ সইদকে। শুক্রবার পাক অভ্যন্তরীণ মন্ত্রী রেহমান
মালিকের কাছে ফের এই দাবি জানিয়েছে নয়াদিল্লি তবে হাফিজ সৈইদের প্রসঙ্গে কোনও প্রতিশ্রুতি নয়, বরং
ভারত-পাক বন্ধুত্বেই বিশেষ জোর দিয়েছেন রেহমান মালিক। অন্যদিকে মালিকের সফর থেকে শুক্রবারই দুদেশের
মধ্যে আনুষ্ঠানিকভাবে চালু হল সরল ভিসা ব্যবস্থা।