Satpal Maharaj quits Congress, joins BJP; says must give Modi one chance

মোদীকে `সুযোগ` দিতে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন সতপল মহারাজ

মোদীকে `সুযোগ` দিতে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন সতপল মহারাজ ফের ধাক্কা কংগ্রেসে। গরওয়ালের সাংসদ সতপাল মহারাজ ঘর ছাড়লেন। লোকসভা ভোটের আগে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন সতপাল। শুক্রবার সতপালকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করেন ভারতীয় জনতা পার্টির সভাপতি রাজনাথ সিং। তিনি বলেন, "সতপাল মহারাজের যোগদানে বিজেপি শক্তিশালি হবে।"

নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীত্বে দেশ এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন সতপাল। তিনি বলেন, "চিন আগে আমাদের থেকে পিছিয়ে ছিল। এখন তারা এগিয়ে গিয়েছে।" নরেন্দ্র মোদী ক্ষমতায় এলে ভারত চিনকে পেছনে ফেলে দেবে বলে মনে করেন মহারাজ।

প্রাক্তন কংগ্রেস সাংসদ বলেন, "চিন যদি এগিয়ে যেতে পারে, তবে আমরা কেন পারব না?"

First Published: Friday, March 21, 2014, 13:39


comments powered by Disqus