Last Updated: Friday, March 21, 2014, 13:39
ফের ধাক্কা কংগ্রেসে। গরওয়ালের সাংসদ সতপাল মহারাজ ঘর ছাড়লেন। লোকসভা ভোটের আগে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন সতপাল। শুক্রবার সতপালকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করেন ভারতীয় জনতা পার্টির সভাপতি রাজনাথ সিং। তিনি বলেন, "সতপাল মহারাজের যোগদানে বিজেপি শক্তিশালি হবে।"