Last Updated: June 27, 2013 20:26

এসে গেল সত্যগ্রহর ট্রেলর। গঙ্গাজল, অপহরণ, মৃত্যুদণ্ড, রাজনীতির পর প্রকাশ ঝা শিবিরের নতুন ছবি সত্যগ্রহ। মূল চরিত্রে রয়েছেন অমিতাভ বচ্চন। রয়েছেন অজয় দেবগন, মনোজ বাজপায়ী, করিনা কপূর, অর্জুন রামপাল ও অমৃতা রাও।
ট্রেলরে দেখা যাচ্ছে মানব রাঘবেন্দ্র (অজয় দেবগন), পু্ত্রশোকে আচ্ছন্ন এক বৃদ্ধ বাবা (অমিতাভ বচ্চন), এক ক্ষমতাশালী রাজনীতিক (মনোজ বাজপায়ী), একজন অ্যাকশন প্রেমী (অর্জুন রামপাল) ও মহিলাকে (করিনা কপূর), যিনি জীবনযুদ্ধে লড়তে লড়তে হারিয়ে ফেলেছেন ভালবাসার অনুভূতি। নিজেদের তাগিদেই কীভাবে এই চরিত্রগুলোই হাতে হাতে মিলিয়ে লড়বেন সমাজ বদলের লড়াই, সেই নিয়েই এগিয়েছে সত্যগ্রহর গল্পো
ইউটিভি মোশন পিকচারস প্রযোজিত সত্যগ্রহ মুক্তি পাচ্ছে আগামী ২৩ অগাস্ট।
সত্যগ্রহ-র ট্রেলর দেখতে ক্লিক করুন
First Published: Thursday, June 27, 2013, 20:31