দুর্গাপুজোয় ব্যস্ত সৌরভ, saurav gangully celebrates durga puja.

দুর্গাপুজোয় ব্যস্ত সৌরভ

দুর্গাপুজোয় ব্যস্ত সৌরভপুজোর আনন্দে মাতলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। এবার পুজোর চারটে দিনই কলকাতায় থাকছেন মহারাজ। তাই সপ্তমীর সকাল থেকেই পুজোয় ব্যস্ত সৌরভ।
পুজো বলে অনুশীলনে অবশ্য ফাঁকি নেই। বাড়ি থেকে বেরোনোর আগে নিজের পাড়ার পুজো ঘুরেও আসেন। দুপুরে সপরিবারে সৌরভ বেরিয়ে পড়েন শহর কলকাতার পুজোর আনন্দ নিতে। স্ত্রী ডোনা আর মেয়ে সানাকে নিয়ে ঘুরে দেখলেন মহানগরীর নানা পুজোমণ্ডপ।

First Published: Monday, October 3, 2011, 18:03


comments powered by Disqus