Last Updated: Monday, October 3, 2011, 18:03
পুজোর আনন্দে মাতলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। এবার পুজোর চারটে দিনই কলকাতায় থাকছেন মহারাজ। তাই সপ্তমীর সকাল থেকেই পুজোয় ব্যস্ত সৌরভ। পুজো বলে অনুশীলনে অবশ্য ফাঁকি নেই। বাড়ি থেকে বেরোনোর আগে নিজের পাড়ার পুজো ঘুরেও আসেন।