Last Updated: November 5, 2011 19:11

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় প্রস্তাবিত মঙ্গল ও বুধবারের ধর্মঘট হচ্ছে না। টানা ছুটি ও ধর্মঘটের ফলে ক্ষতির মুখে পড়তে হতে পারে গ্রাহকদের। সে কথা ভেবেই ওই দুদিনের ধর্মঘট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে অল ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফিসার্স ফেডারেশন। ফেডারশেনর তরফে জানানো হয়েছে,ধর্মঘটের দিন পরে ঘোষণা করা হবে। প্রস্তাবিত বন্ধটি হলে টানা পাঁচদিন বন্ধ থাকতো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পরিষেবা।
রবিবার এমনিতেই বন্ধ থাকে ব্যাঙ্ক। সোমবার ইদ-আজওহা এবং বৃহস্পতিবার গুরু নানকের জন্মদিন উপলক্ষ্যে ছুটি রয়েছে। এরই মধ্যে মাঝের দুদিন, মঙ্গলবার এবং বুধবার, ব্যাঙ্ক ধর্মঘট হওয়ার কথা ছিল। পদোন্নতি সংক্রান্ত ত্রুটি, নিয়োগ বন্ধ, বিভিন্ন সময়ে আধিকারিকদের হেনস্থার প্রতিবাদ সহ পনের দফা দাবিতেই এই ধর্মঘটের ডাক দিয়েছিল অফিসার্স ফেডারেশন।
First Published: Sunday, November 6, 2011, 12:58