Last Updated: Wednesday, December 19, 2012, 15:28
বৃহস্পতিবার সারা দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছেন ব্যাঙ্ক কর্মী ও অফিসারদের বিভিন্ন সংগঠন। গত কালই সংসদে পাশ হয়েছে বাঙ্কিং সংশোধনী বিল। তার আগেই গত শুক্রবার ব্যাঙ্কিং ক্ষেত্রে বিদেশি বিনিয়োগের প্রতিবাদে ধর্মঘটের ডাক দেন কর্মীরা। ধর্মঘটে যোগ দিয়েছে অফিসারদের সংগঠনগুলিও। ব্যাঙ্ক এম্পলয়িজ অ্যাসোসিয়েশন, অল ইন্ডিয়া ব্যাঙ্ক এম্পলয়িজ অ্যাসোসিয়েশন, অল ইন্ডিয়া ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন যৌথ ভাবে এই ধর্মঘট ডেকেছে।