রাজীব গান্ধী হত্যা মামলায় অপরাধী তিনজনের মৃত্যুদণ্ড বাতিল করে আজীবন কারাবাসের নির্দেশ দিল সুপ্রিমকোর

রাজীব গান্ধী হত্যা মামলায় অপরাধী তিনজনের মৃত্যুদণ্ড বাতিল করে আজীবন কারাবাসের নির্দেশ দিল সুপ্রিমকোর্ট

রাজীব গান্ধী হত্যা মামলায় অপরাধী তিনজনের মৃত্যুদণ্ড বাতিল করে আজীবন কারাবাসের নির্দেশ দিল সুপ্রিমকোর্ট রাজীব গান্ধী হত্যা মামলায় দোষী সব্যস্ত তিন ব্যক্তির মৃত্যুদণ্ডের শাস্তি বাতিল করে তাদের আজীবন কারাবাসের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

এই তিনজন আগেও ক্ষমা প্রার্থনা করেন আবেদন করেছিল আদালতে। কিন্তু তাদের ক্ষমা প্রার্থনার আবেদন বহুকাল ধরে প্রলম্বিত হওয়ায় কিছু দিন আগে এই তিন অপরাধী শীর্ষ আদালতে মৃত্যদণ্ডের পরিবর্তে আজীবন কারাবাসের জন্য আবেদন করে।

পি সাথশিভমের নেতৃত্বে তিন সদস্যের একটি বেঞ্চ আজ এই রায় দিলেন।

রাজীব গান্ধীকে হত্যার অপরাধে দোষী সব্যস্ত মুরুগন, আরিভু ও সুথেন্দ্ররাজার ক্ষমার আবেদন গত ১১ বছর ধরে ঝুলে ছিল।

চলতি মাসের ৪ তারিখ কেন্দ্রীয় সরকার এই আবেদনের বিরুদ্ধে সওয়াল করে জানায় এই ১১ বছরে এই তিন অপরাধীর উপর কোনও রকম শারীরিক অত্যাচার, অমানবিক আচরণ করা হয়নি। সরকার জানায় অকারণে এই দেরী হয়নি। এর পিছনে যথেষ্ট যুক্তিযুক্ত কারণ ছিল।

১৯৯১ সালের ২১ মে তামিলনাড়ুর শ্রীপেরামবুডুরে নির্বাচনী প্রচারের সময় আত্মঘাতী জঙ্গী হামলায় মারা যান রাজীব গান্ধী।

First Published: Tuesday, February 18, 2014, 11:58


comments powered by Disqus