Last Updated: Thursday, April 26, 2012, 14:29
প্রত্যাশামতোই আড়াই দশকের পুরনো বফর্স কাণ্ড নিয়ে নতুন করে উত্তাপ ছড়াল ভারতীয় গণতন্ত্রের আঁতুড়ঘরে। প্রাক্তন সুইডিশ পুলিসকর্তা স্টেম লিন্ডস্টর্মের বিস্ফোরক সাক্ষাত্কার ঘিরে নুতন করে রাজীব গান্ধী জমনার কামান কেনার ঘটনা নিয়ে আলোচনার দাবিতে এদিন সংসদে সরব হল বিরোধীরা। বিজেপির তরফে বফর্স কাণ্ডের তদন্তের জন্য নতুন করে বিচারবিভাগীয় কমিশন গড়ারও দাবি তোলা হল।