Last Updated: September 17, 2012 19:37

আরুষি তলোয়ার-হেমরাজ খুনের মামলায় অবশেষে জামিন পেলেন আরুষির মা নূপুর তলোয়ার। সোমবার শীর্ষ আদালত নূপুরের জামিন মঞ্জুর করে। আগের শুনানিতেই আদালত সিবিআইকে সোমবারের মধ্যে প্রত্যক্ষ্যদর্শীদের জিজ্ঞাসাবাদের কাজ শেষ করার নির্দেশ দিয়েছিল। সেই কাজ শেষ না হওয়ায় সেপ্টেম্বর ২৫ পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়েছে। জামিন পেয়ে গেলেও নূপুর তলোয়ারকে ২৫ তারিখ পর্যন্ত জেলেই থাকতে হবে।
চলতি বছরের ৩০ এপ্রিল গ্রেফতার হন নূপুর তলোয়ার। মে মাসের ৩১ তারিখ এলাহাবাদ হাই কোর্ট তাঁর জামিনের আবেদন খারিজ করে দেয়। গাজিয়াবাদের দাসনা জেলে ছিলেন তিনি। আরুষির বাবা রাজেশ তলোয়ার আপাতত জামিনে মুক্ত।
২০০৮-এর ১৬ মে তলোয়ার পরিবারের নয়ডার বাড়িতে আরুষির মৃতদেহ উদ্ধার হয়। ঠিক তার পর দিনই সেই বাড়ির বারান্দা থেকে পরিচকারক হেমরাজের মৃতদেহ খুঁজে পাওয়া যায়। পরপর এই দুই রহস্য মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়ে পরে দেশ জুড়ে। গাজিয়াবাদে সিবিআইয়ের বিশেষ আদালতে তলোয়ার দম্পতির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২/৩৪ (যৌথ ভাবে খুন), ২০১ (তথ্য প্রমাণ লোপাট) এবং ২০৩ (ভুল তথ্য প্রদান) ধারায় মামলা রুজু করা হয়। তার ভিত্তিতেই গ্রেফতার জন তলোয়ার দম্পতি।
First Published: Monday, September 17, 2012, 19:37