Last Updated: Monday, September 17, 2012, 19:37
আরুষি তলোয়ার-হেমরাজ খুনের মামলায় অবশেষে জামিন পেলেন আরুষির মা নূপুর তলোয়ার। সোমবার শীর্ষ আদালত নূপুরের জামিন মঞ্জুর করে। আগের শুনানিতেই আদালত সিবিআইকে সোমবারের মধ্যে প্রত্যক্ষ্যদর্শীদের জিজ্ঞাসাবাদের কাজ শেষ করার নির্দেশ দিয়েছিল। সেই কাজ শেষ না হওয়ায় সেপ্টেম্বর ২৫ পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়েছে। জামিন পেয়ে গেলেও নূপুর তলোয়ারকে ২৫ তারিখ পর্যন্ত জেলেই থাকতে হবে।