Last Updated: February 4, 2013 16:09

জুভেনাইল জাস্টিস অ্যাক্টের পুণর্গঠনে ওঠা দেশজোড়া দাবিতে সায় দিল সুপ্রিম কোর্ট। জুভেনাইল আইন পরিবর্তন নিয়ে আলোচনা করা হবে বলে সোমবার সিদ্ধান্ত নিয়েছে শীর্ষ আদালত। জনস্বার্থে করা একটি মামলার নিরিখে সুপ্রিম কোর্ট আজ এই মন্তব্য করেছে।
ধর্ষণের ১৮ বছরের নিচের অপরাধীকে জুভেনাইল অর্থাত্ নাবালক ধরা হলে, অপরাধের গুরুত্ব কমে যায়। এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের রায় জানতে চেয়েছে শীর্ষ আদালত। আইনজীবী কমল কুমার পাণ্ডে এবং সুকুমারের করা জনস্বার্থ মামলায় বলা হয়, ১৮ বছরের নিচের অপরাধীদের জুভেনাইল হিসাবে বিচার করলে বিচার ব্যবস্থার বিচক্ষণতা নিয়ে প্রশ্ন থেকে যায়। এ বিষয়ে মমলাকারীদের পক্ষেই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট।
দিল্লি গণধর্ষণকাণ্ডে ৬ অভিযুক্তের মধ্যে একজন নাবালক হওয়ায় বিচারের ক্ষেত্রে কড়া ব্যবস্থা নিতে বাধা থেকে যাচ্ছে। যার ফলে দেশ জুড়ে জুভেনাইল আইন পরিবর্তনের দাবি ওঠে। এ দিন বিচারপতি কেএস রাধাকৃষ্ণন ও দীপক মিশ্র আইনটির পুনর্বিবেচনা করার পক্ষে রায় দিয়েছেন।
First Published: Monday, February 4, 2013, 16:09