Last Updated: Monday, February 4, 2013, 16:09
জুভেনাইল জাস্টিস অ্যাক্টের পুণর্গঠনে ওঠা দেশজোড়া দাবিতে সায় দিল সুপ্রিম কোর্ট। জুভেনাইল আইন পরিবর্তন নিয়ে আলোচনা করা হবে বলে সোমবার সিদ্ধান্ত নিয়েছে শীর্ষ আদালত। জনস্বার্থে করা একটি মামলার নিরিখে সুপ্রিম কোর্ট আজ এই মন্তব্য করেছে।