Last Updated: December 9, 2013 20:42

মাত্র গতকালই বেড়িয়েছে দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল। আর সেই ফলাফলেই চমকে গেছে সারা দেশ। নির্বাচনে নবাগত, আট মাস বয়সী আম আদমি পার্টির অভিষেকেই বাজিমাত এখন কেন্দ্রীয় রাজনীতির মূল আলোচ্য বিষয়। ``আপ``-এর উত্থান রাজধানীর রাজনীতিতে প্রায় অপ্রাসঙ্গিক করে দিয়েছে কংগ্রেসকে। সোমবার নয়া দিল্লিতে দলের সাফল্যের কৃতিত্ব সাধারণ মানুষকেই দিলেন ``আপ``-এর সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তুলে ধরলেন দলের সদস্যদের কঠিন পরিশ্রমের প্রসঙ্গও।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় আন্না হাজারের একদা ভাবশিষ্যের মন্তব্য `` আপ-এর সাফল্য কারও একার কৃতিত্ব নয়। যোগেন্দ্র যাদব, প্রশান্ত ভূষণের মত মানুষরা সত্যিই প্রচুর পরিশ্রম করেছেন।``
এর সঙ্গেই তিনি যোগ করেন ``যখন এক রিক্সাচালক আমাদের আন্দোলনের জন্য তাঁর সঞ্চিত টাকার সবটুকু আমার হাতে তুলে দেন, তখন যে দায়িত্ব তৈরি হয় তা আমার মনে ভয় ধরিয়ে দেয়।``
তাঁর দলের উপর মানুষ যে বিপুল ভরসা দেখিয়েছেন সেই প্রসঙ্গে বলতে গিয়ে কেজরিওয়াল জানান ``অসফল হওয়াকে আমি পরোয়া করি না, কিন্তু ভুল করতে ভয় পাই।``
আমআদমি পার্টির কনভেনর অরবিন্দ কেজরিওয়াল অভিষেকেই দিল্লির তিন বারের মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতকে নতুনদিল্লি বিধানসভা কেন্দ্রে ২৫,০০০-এর বেশি ভোটে পরাজিত করেছেন। এই `জায়ান্ট কিলার`-এর দল ছিনিয়ে নিয়েছে দিল্লির ২৮টি আসন। বিজেপি পেয়েছে ৩১টি আসন। কংগ্রেস কোনওরকমে ৮টি আসন জোটাতে পেড়েছে।
First Published: Monday, December 9, 2013, 20:42