ইস্তফা দিলেন স্কুলশিক্ষা কমিটির চেয়ারম্যান, School Committee Chairman resigns

ইস্তফা দিলেন স্কুলশিক্ষা কমিটির চেয়ারম্যান

ইস্তফা দিলেন স্কুলশিক্ষা কমিটির চেয়ারম্যানস্কুলশিক্ষা কমিটির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন সুনন্দ সান্যাল। পদ থেকে অব্যাহতি চেয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠি দিয়েছেন তিনি। সুনন্দ সান্যাল জানিয়েছেন, তিনি স্কুলশিক্ষা কমিটির সাধারণ সদস্যও থাকতে চান না। চিঠিতে সেকথাও উল্লেখ করেছেন তিনি। দীর্ঘদিন ধরেই স্কুলশিক্ষা দফতরের নানা কাজ নিয়ে মতান্তর হচ্ছিল সুনন্দ সান্যালের। তার জেরেই এই ইস্তফা বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। 

First Published: Wednesday, November 23, 2011, 12:31


comments powered by Disqus