Last Updated: Sunday, September 29, 2013, 17:28
মোটামুটি ঠিকই ছিল রবিরার বোর্ডের সভায় ঠিক কে কী পদ পাবেন। সুপ্রিম কোর্টের ভর্ত্সনাকে বুড়ো আঙুল দেখিয়ে তৃতীয় বারের জন্য সভাপতি নির্বাচিত হলেন এন শ্রীনিবাসন। কিন্তু বাধ সাধল বিতর্কের আইপিএলের মাথায় কাকে বসানো হবে তা নিয়ে। জগমোহন ডালমিয়া আইপিএলের চেয়ারম্যান হবেন এটা অনেকটা ঠিক ছিল, কিন্তু শেষ অবধি সিএবি সভাপতির বয়সের কথা মাথায় রেখে সিদ্ধান্ত পরিবর্তন হল।