দিনের আলোয় গুলিতে খুন স্কুলছাত্রী

দিনের আলোয় গুলিতে খুন স্কুলছাত্রী

দিনের আলোয় গুলিতে খুন স্কুলছাত্রীদিনেদুপুরে দুষ্কৃতীদের গুলিতে খুন স্কুলছাত্রী। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের ফালাকাটায়। জানা গেছে, নিশিতা দত্ত নামে একাদশ শ্রেণির ওই ছাত্রী সকালে পড়তে যাওয়ার জন্য সুভাষ কলোনির বাড়ি থেকে বের হন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাড়ি থেকে কিছুটা দুরেই নিশিতার পথ আটকায় বাইক আরোহী দুই যুবক। নিশিতার সঙ্গে ওই যুবকদের কিছুক্ষণ বচসাও হয় বলে জানা গেছে।

এরপর হঠাত্‍ই খুব কাছ থেকে নিশিতাকে লক্ষ্য করে দুবার গুলি করে বাইকআরোহী দুষ্কৃতীরা। স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছোনোর আগেই বাইক নিয়ে চম্পট দেয় অভিযুক্ত দুজন। ঘটনাস্থলেই মৃত্যু হয় নিশিতার। ইতিমধ্যেই ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে ফালাকাটা থানার পুলিস। সুভাষ কলেনি যাচ্ছেন জেলার অতিরিক্ত পুলিস সুপারও। প্রাথমিক তদন্তে নেমে ফেরার অভিযুক্তদের খোঁজে তল্লাসিও শুরু করেছে পুলিস।

First Published: Sunday, July 28, 2013, 20:23


comments powered by Disqus