Last Updated: Sunday, July 28, 2013, 20:23
দিনেদুপুরে দুষ্কৃতীদের গুলিতে খুন স্কুলছাত্রী। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের ফালাকাটায়। জানা গেছে, নিশিতা দত্ত নামে একাদশ শ্রেণির ওই ছাত্রী সকালে পড়তে যাওয়ার জন্য সুভাষ কলোনির বাড়ি থেকে বের হন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাড়ি থেকে কিছুটা দুরেই নিশিতার পথ আটকায় বাইক আরোহী দুই যুবক। নিশিতার সঙ্গে ওই যুবকদের কিছুক্ষণ বচসাও হয় বলে জানা গেছে।