ম্যালেরিয়া রোধে শুধু পুরুষ মশা উৎপন্নকারী জেনেটিকালি মডিফাইড মশা তৈরি করলেন বিজ্ঞানীরা

ম্যালেরিয়া রোধে শুধু পুরুষ মশা উৎপন্নকারী জেনেটিকালি মডিফাইড মশা তৈরি করলেন বিজ্ঞানীরা

 ম্যালেরিয়া রোধে শুধু পুরুষ মশা উৎপন্নকারী জেনেটিকালি মডিফাইড মশা তৈরি করলেন বিজ্ঞানীরাম্যালেরিয়া রোধে অভিনব পদ্ধতি অবলম্বন করলেন লন্ডনের ইমপেরিয়াল কলেজের বিজ্ঞানীরা। জেনেটিক মডিফিকেশনের মাধ্যমে তাঁরা এমন মশা তৈরি করতে সক্ষম হলেন যে সমস্ত মশাদের শুক্রাণু শুধু মাত্র পুরুষ মশাদের জন্ম দেবে।

স্ত্রী Anopheles gambiae মশা ম্যালেরিয়া রোগের পরজীবীদের মূল ট্রান্সমিটার। মানুষের রক্তপান করার সময় স্ত্রী অ্যানোফিলিস মানুষের শরীরে ম্যালেরিয়া পরজীবী ছড়িয়ে দেয়। ইমপেরিয়াল কলেজের বিজ্ঞানীদের এই যুগান্তকারী আবিষ্কারের মাধ্যমে অ্যানোফিলিস মশাদের যৌন অনুপাত নষ্ট হবে। স্ত্রী মশার সংখ্যা কমে যাওয়ার ফলে কমবে ম্যালেরিয়া পরজীবী সংক্রমণের সম্ভাবনাও।

পরীক্ষার প্রাথমিক ধাপেই বিজ্ঞানীরা এমন মশা তৈরি করতে সক্ষম হয়েছিলেন যে গুলি ৯৫% পুরুষ সন্তানের জন্ম দেয়। এরপর এই জেনেটিকালি পরিবর্তিত মশা গুলিকে ওয়াইল্ড টাইপ মশাদের খাঁচার মধ্যে ছেড়ে দেন তারা। ছটি জেনেরেশনের পর দেখা যায় সম্পূর্ণ মশা পপুলেশনই অবলুপ্ত হয়েছে। কারণ পরবর্তী বংশবৃদ্ধির জন্য কোনও স্ত্রী মশাই আর জন্ম নেয়নি।

বিজ্ঞানীরা আশা করছেন বেশি সংখ্যক জেনেটিকালি পরিবর্তিত মশাকে যদি প্রকৃতিতে ছেড়ে দেওয়া যায় তাহলে এমন একটা সময় আসবে যখন ম্যালেরিয়া পরজীবী বহনকারী অ্যানোফিলিস মশার পপুলেশনই ধ্বংস হবে।

First Published: Saturday, June 14, 2014, 12:10


comments powered by Disqus