Last Updated: Friday, May 23, 2014, 21:04
কেমন হবে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা? রাজধানীর অলিন্দে তা নিয়ে জল্পনা এখন তুঙ্গে। মোদী নিজে ছোট মন্ত্রিসভা চাইলেও, শিবসেনা, টিডিপি, এলজেপির মতো শরিক দলগুলি সকলেই কেন্দ্রে ভাল মন্ত্রক পেতে চাইছে। স্বাভাবিক ভাবেই মন্ত্রিসভা গঠন নিয়ে আলোচনা আরও জোরদার হয়েছে। উঠে আসছে নানা সমীকরণ। কেন্দ্রে মন্ত্রিসভা গঠন নিয়ে তত্পরতা তুঙ্গে। কাকে কোন দায়িত্বে রাখা যায়, তা স্থির করতে পদ্মশিবিরে এখন জোর আলোচনা। ঘন ঘন বৈঠকে বসছেন বিজেপির শীর্ষ নেতারা। বিজেপির ঘনিষ্ঠ সূত্রে খবর,