সংরক্ষণ নিয়ে দুই সাংসদের হাতাহাতি রাজ্যসভা কক্ষে

সংরক্ষণ নিয়ে দুই সাংসদের হাতাহাতি রাজ্যসভা কক্ষে

সংরক্ষণ নিয়ে দুই সাংসদের হাতাহাতি রাজ্যসভা কক্ষেআজও বিরোধীদের বিক্ষোভে উত্তাল সংসদ। প্রথম দফা মুলতুবি থাকার পর বেলা বারোটা নাগাদ রাজ্যসভার অধিবেশন শুরু হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে ওঠে। বাদানুবাদে জড়িয়ে পড়েন সমাজবাদী পার্টির সদস্য নরেশ আগরওয়াল এবং ভুজন সমাজবাদী পার্টির অবতার সিং। এর জেরেই একসময় হাতাহাতি বেধে যায় এই দুই সাংসদের মধ্যে।

বেলা দুটো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয় রাজ্যসভার অধিবেশন। বিরোধীদের হৈহট্টগোলের জেরে দিনের মত মুলতুবি হয়ে গেছে লোকসভার অধিবেশনও।

প্রথমে বেলা দুটো পর্যন্ত মুলতুবি রাখা হয়েছিল রাজ্যসভার অধিবেশন। কয়লা ব্লক বন্টনে দুর্নীতির অভিযোগে বিরোধীদের বিক্ষোভের জেরে আজ দিনের শুরুতেই উত্তাল হয় ওঠে সংসদের দুই কক্ষ।  লোকসভা এবং রাজ্যসভার ওয়েলে নেমে  বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধীরা। তাঁদের দাবি, সংসদে দাঁড়িয়ে কয়লা দুর্নীতির দায় স্বীকার করতে হবে প্রধানমন্ত্রীকে এবং আগের ৫৮টি কয়লা ব্লক বন্টন বাতিল করে সেগুলির ফের নিলাম করতে হবে। বিজেপি নেতা মুখতার আব্বাস নাকভি বলেন, "কয়লা কেলেঙ্কারি ধামাচাপা দিতেই সংসদে পদোন্নতিতে সংরক্ষণ সংক্রান্ত বিল পেশ করছে ইউপিএ সরকার।"

একইসঙ্গে কয়লা কেলেঙ্কারি নিয়ে বিচারবিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন বিরোধীরা। বিরোধীদের হট্টগোলের জেরে  বেলা বারোটা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয় সংসদের দুই কক্ষের অধিবেশন। এরপর বেলা বারোটায় ফের শুরু হয় সংসদের দুই কক্ষের অধিবেশন। ফের বিরোধীদের বিক্ষোভে উত্তাল হয় সংসদের দুই কক্ষ।






First Published: Wednesday, September 5, 2012, 12:57


comments powered by Disqus