Last Updated: Wednesday, September 5, 2012, 12:54
আজও বিরোধীদের বিক্ষোভে উত্তাল সংসদ। প্রথম দফা মুলতুবি থাকার পর বেলা বারোটা নাগাদ রাজ্যসভার অধিবেশন শুরু হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে ওঠে। বাদানুবাদে জড়িয়ে পড়েন সমাজবাদী পার্টির সদস্য নরেশ আগরওয়াল এবং ভুজন সমাজবাদী পার্টির অবতার সিং। এর জেরেই একসময় হাতাহাতি বেধে যায় এই দুই সাংসদের মধ্যে।