Last Updated: April 19, 2012 22:41

ডাকাতি করতে এসে ন-মাসের অন্তঃসত্ত্বা এক মহিলাকে মারধর করে লুঠপাট চালাল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার সন্ধেয় বালুরঘাট শহর লাগোয়া মাহিনগর এলাকায় এই ঘটনা ঘটেছে। হাত-পা বেঁধে রেখে অন্তঃসত্ত্বা ওই মহিলাকে লোহার রড দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। তাঁকে ওই অবস্থাতেই ফেলে রেখে বাড়িতে লুঠপাট করে দুষ্কৃতীরা। আলমারি ভেঙে নগদ টাকা ও সোনার গয়না নিয়ে পালিয়ে যায় তারা।
এলাকায় সার্ভে করতে এসেছে, এই পরিচয়ে তিন জন ওই বাড়িতে ঢুকেছিল। সেইসময় কোনও পুরুষ সদস্য বাড়িতে ছিলেন না। অন্তঃসত্ত্বা মহিলাকে একা পেয়ে তাঁর ওপরই হামলা হয়। পরে বাড়ির লোকজন ফিরে এসে আহত ওই মহিলাকে উদ্ধার করেন। চিকিত্সার জন্য তাঁকে বালুরঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
First Published: Thursday, April 19, 2012, 22:41