Last Updated: Thursday, April 19, 2012, 22:41
ডাকাতি করতে এসে ন-মাসের অন্তঃসত্ত্বা এক মহিলাকে মারধর করে লুঠপাট চালাল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার সন্ধেয় বালুরঘাট শহর লাগোয়া মাহিনগর এলাকায় এই ঘটনা ঘটেছে। হাত-পা বেঁধে রেখে অন্তঃসত্ত্বা ওই মহিলাকে লোহার রড দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। তাঁকে ওই অবস্থাতেই ফেলে রেখে বাড়িতে লুঠপাট করে দুষ্কৃতীরা। আলমারি ভেঙে নগদ টাকা ও সোনার গয়না নিয়ে পালিয়ে যায় তারা।