শুরু হল নতুন সিলসিলা

শুরু হল নতুন সিলসিলা

শুরু হল নতুন সিলসিলাপ্রেমের ফাঁদ পাতা বলিউডে। রোজই প্রেমে পড়েন কেউ কারও। কখনও সে প্রেম পরিনতি পায়, কখনও বা মাঝপথেই হয় স্বপ্নভঙ্গ। কিন্তু স্বপ্নভঙ্গ হলেও কিছু প্রেম হয়ে যায় চিরন্তন। আর সেই চিরন্তনী প্রেমের মধ্যেই বোধহয় অমরতম অমিতাভ-রেখার সম্পর্ক। যে সম্পর্ক ভেঙে যাওয়ার পর বহুবার মুখোমুখি হয়েছেন দুজনে। কিন্তু সহজ হতে পারেননি কেউই। অবশেষে গলল সম্পর্কের বরফ। অ্যাওয়ার্ড ফাংশনে একে অপরকে উষ্ণ অভিবাদন জানালেন অমিতাভ-রেখা।

আশির দশকে দুজনের সম্পর্কের কথা সামনে আসার পর থেকেই প্রায় তিন দশক দুজনে দুজনকে এড়িয়ে চলেছেন। অবশেষে নতুন সিলসিলার অপেক্ষায় দর্শকরা। শোনা গিয়েছিল আনিস বাজমির আগামী ছবিতে একসঙ্গে কাজ করবেন দুজনে। কিন্তু সেই সম্ভাবনার কথা নাকচ করে দিয়েছেন অমিতাভ। তবে বরফ যখন গলে গিয়েছে, তখন খুব তাড়াতাড়িই তাঁদের একসঙ্গে দেখতে আশা রাখতেই পারেন দর্শক।

First Published: Thursday, January 16, 2014, 00:03


comments powered by Disqus