Last Updated: May 10, 2012 11:49

ফের নিজের প্রাক্তন অনুগামী ডি ভি সদানন্দ গৌড়াকে বেঙ্গালুরুর কুরসি থেকে সরাতে সক্রিয় হলেন বোকানেকেরে সিদ্ধালিঙ্গাপ্পা ইয়াদুরাপ্পা। এবারের উপলক্ষ, বিজেপি সভাপতি নীতিন গডকড়িকে পাঠানো কর্নাটকের মুখ্যমন্ত্রীর একটি `গোপন` চিঠি!
অবৈধ আকরিক লোহা এবং সরকারি জমি আত্মসাতের জোড়া কেলেঙ্কারির জোরে মুখ্যমন্ত্রী পদ ছাড়তে বাধ্য হওয়ার পর গত বছর অগাস্ট মাসে নিজের ঘনিষ্ঠ অনুগামী সদানন্দ গৌড়াকে বিজেপি পরিষদীয় দলের বৈঠকের ভোটাভুটিতে জিতিয়ে এনেছিলেন ইয়েদুরাপ্পাই। কিন্তু কিছুদিনের মধ্যেই সেই সম্পর্কে ফাটল ধরে। সম্প্রতি শীর্ষ আদালতে খনি কেলেঙ্কারির অভিযোগ থেকে ক্লিনচিট পাওয়ার পর মুখ্যমন্ত্রিত্ব ফেরত চেয়ে বিজেপি হাইকম্যান্ডের কাছে দরবার শুরু করেন ইয়েদুরাপ্পা। তাঁর অনুগামী মন্ত্রী-বিধায়করাও প্রকাশ্যে সদানন্দ গৌড়ার অপসারণ চেয়ে সোচ্চার হন। সদানন্দের ছেড়ে দেওয়া উদুপি-চিকমাগালুর লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থীর পরাজয়ের পর ইয়েদুরাপ্পা শিবিরের মুখ্যমন্ত্রী বদলের দাবি আরও জোরাল হয়েছে।
এই পরিস্থিতিতে প্রবল চাপে থাকা সদানন্দ গৌড়া সম্প্রতি বিজেপি সভাপতি নীতিন গডকড়িকে একটি চিঠি লিখে ইয়েদুরাপ্পা-অনুগামী মন্ত্রীদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের দায়ে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিলেন। আর মুখ্যমন্ত্রীর এই উদ্যোগের পিছনে পূর্ণ সমর্থন ছিল কট্টর বিজেপি বিরোধী হিসেবে চিহ্নিত কর্নাটকের বিজেপি সভাপতি কে এস এশ্বরাপ্পার। কিন্তু সেই গোপন চিঠি ফাঁসের পরই পূর্ণোদ্যমে সদানন্দ হটাও অভিযানে নেমেছেন শিকারিপুরার লিঙ্গায়েত নেতা এবং তাঁর অনুগামী। ইয়েদুরাপ্পাকে ফের মুখ্যমন্ত্রী করার দাবিতে শুরু হয়েছে, বিজেপি বিধায়কদের মধ্যে `সই সংগ্রহ অভিযান`। সূত্রে খবর, ইতিমধ্যেই জনা তিরিশেক বিজেপি বিধায়ক সই করেছেন সেই প্রস্তাবে।
First Published: Thursday, May 10, 2012, 11:49