Last Updated: Thursday, March 22, 2012, 15:24
কর্নাটকের উপনির্বাচনে বিজেপি'র 'সর্বনাশ' ক্রমশই 'পৌষ মাস' হয়ে দেখা দিচ্ছে বোকানাকেরে সিদ্ধালিঙ্গাপ্পা ইয়েদুরাপ্পার সামনে। ১১ অশোক রোড সূত্রে খবর, সমস্ত কিছু ঠিকঠাক থাকলে কর্নাটক বিধানসভার বাজেট অধিবেশন শেষ হওয়ার পর, আগামী মাসের গোড়াতেই বেঙ্গালুরুর কুর্সি ফেরত পেতে চলেছেন শিকারিপুরার লিঙ্গায়েত নেতা।