হারের `বলি`সেওয়াগ, এলেন পুজারা

হারের `বলি` সেওয়াগ, এলেন পুজারা

হারের `বলি` সেওয়াগ, এলেন পুজারাঘরের মাটিতে পরপর দুটো সিরিজে হারের `বলি` হলেন বীরেন্দ্র সেওয়াগ। ভারতের এই বিস্ফোরক ওপেনারকে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজে বাদ দেওয়া হল। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিনটি একদিনের ম্যাচের জন্য পনেরো জনের ভারতীয় দল ঘোষিত হয়েছে।

পাকিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজের ভারতীয় দলটাকেই প্রায় ধরে রাখার চেষ্টা করেছেন নির্বাচকরা। দলে শুধু একটি পরিবর্তন করা হয়েছে। দল থেকে বাদ পড়েছেন বীরেন্দ্র সেওয়াগ। দলে এসেছেন চেতেশ্বর পূজারা। বাংলার দুই প্রতিনিধি অশোক দিন্দা ও সামি আমেদও দলে রয়েছেন। বাকি দলও অপরিবর্তিত রাখা হয়েছে।

দলের পনেরোজন সদস্যরা হলেন-- মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), গম্ভীর, পূজারা, রায়না, যুবরাজ, রোহিত শর্মা, রাহানে, কোহলি,  জাদেজা, ইশান্ত, অশ্বিন, ভুবনেশ্বর কুমার, দিন্দা, সামি আমেদ ও অমিত মিশ্র।





First Published: Monday, January 7, 2013, 22:41


comments powered by Disqus