Last Updated: Thursday, March 7, 2013, 16:17
টেস্ট দল থেকে বাদ পড়ার পরই দেশের ক্রিকেটমহলে শুরু হল জল্পনা। ফিসফাস শুরু হল, ভারতীয় টেস্ট দলে আরও একটা উইকেট পড়তে চলেছে। দ্রাবিড়, লক্ষ্ণণ, সচিনের পর এবার হয়তো বীরেন্দ্র সেওয়াগও টেস্ট ক্রিকেটে নেই-এর দুনিয়ায় ঢুকতে চলেছেন। কিন্তু তাঁর ব্যাটিং স্টাইলের ঢঙেই সব জল্পনা উড়িয়ে বীরু পরিষ্কার বললেন, আমার কেরিয়ার শেষ হয়ে যায়নি। আমি দলে ফিরে আসবই।