Last Updated: May 11, 2013 16:37

অজিত ওয়াদেকরের মতন প্রাক্তন ক্রিকেটাররা ইতিমধ্যেই বীরেন্দ্র সেওয়াগের অবসর নেওয়া উচিত বলেই দাবি করেছেন। এবার তাদের সুরে সুর মেলালেন আর এক প্রাক্তন ক্রিকেটার ফারুখ ইঞ্জিনিয়ার।
তিনি বলেন, রান করার জন্য সেওয়াগকে এখন রান করতে রীতিমত নাকের জলে চোখের জলে হতে হচ্ছে। রবি রামপালের মত মিডিয়ার পেসারের শর্টপিচ ডেলিভারি সামলাতে রীতিমত হিমসিম খাচ্ছেন বীরু।
তাঁর মতে একজন নামী ওপেনারের যদি এই অবস্থা হয় তা হলে বুঝতে হবে তার রিফ্লেক্স কমে গেছে। ফারুখ ইঞ্জিনিয়ার বলেন তিনি সেওয়াগের বড় ভক্ত। আর তাই তিনি বীরুকে অবসর নেওয়ার পরামর্শ দিচ্ছেন।
First Published: Saturday, May 11, 2013, 16:40