Last Updated: Saturday, April 6, 2013, 14:22
জাতীয় দলে ফিরে আসার লড়াইয়ে ধাক্কা খেলেন বীরেন্দ্র সেওয়াগ। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির জন্য তিরিশ জনের সম্ভাব্য ভারতীয় দলে জায়গা হল না ভারতীয় ক্রিকেটের বিস্ফোরক এই ব্যাটসম্যানের। ভারতীয় ক্রিকেটের আরও দুই তারকা বোলার জাহির খান, হরভজন সিংকেও ঠাঁই দেওয়া হল না। তিরিশ জনের দলে বাংলার চার ক্রিকেটার ঠাঁই পেয়েছেন। এরা হলেন মনোজ তেওয়ারি, ঋদ্ধিমান সাহা, অশোক দিন্দা ও মহম্মদ সামি। চোট কাটিয়ে সম্ভাব্য দলে জায়গা পেয়েছেন ইরফান পাঠান, প্রবীন কুমার, উমেশ যাদব ও বিনয় কুমার।