Last Updated: October 12, 2011 16:48

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রস্তাবিত নতুন কর্মসংস্থান বিল আটকে গেল কংগ্রেসের সেনেটে। চুয়াল্লিশ হাজার সাতশো কোটি ডলারের প্যাকেজটি পঞ্চাশ-উনপঞ্চাশ ভোটে আটকে যায়। ছেচল্লিশজন রিপাবলিকান ছাড়াও, দুজন ডেমোক্র্যাট সেনেটর বিলের বিরুদ্ধে ভোট দেন। রিপাবলিকানদের দাবি, নতুন বিলে ধনীদের ওপর বাড়তি কর জারি করার পাশাপাশি অর্থনীতিকে চাঙ্গা করতে ব্যয় বাড়ানোর কথা বলা হয়েছে। যদিও ডেমোক্র্যাট শিবিরের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যেই বিলটি আটকে দেওয়া হয়েছে।
ক্ষুব্ধ ওবামা বলেছেন, কর্মসংস্থান বিল নিয়ে তাঁর লড়াইয়ের এটাই শুরু। বিলে প্রস্তাবিত ব্যবস্থাগুলি পৃথকভাবে পাস করানোর চেষ্টা হবে বলে জানিয়েছেন তিনি।
বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার নয় দশমিক এক শতাংশ। দুহাজার বারোর প্রেসিডেন্ট নির্বাচনের আগে তাই নতুন কর্মসংস্থানের লক্ষ্যে মরিয়া বারাক ওবামা।
First Published: Wednesday, October 12, 2011, 16:48