Last Updated: Saturday, January 21, 2012, 10:55
উইকিপিডিয়া, ওয়ার্ডপ্রেস, গুগল-সহ ইন্টারনেট পরিষেবা সংস্থাগুলির অভিনব `ব্ল্যাক আউট` প্রতিবাদের জেরে শেষ পর্যন্ত সুর নরম করল ওবামা সরকার। বিতর্কিত ইন্টারনেট জালিয়াতি বিরোধী বিল পাশের প্রক্রিয়া আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিল মার্কিন কংগ্রেস।