Last Updated: May 26, 2013 21:28

ফরাসি ওপেনের শুরুটা দারুণ হল ভারতীয় তারকা সোমদেব দেববর্মনের। রোলা গাঁরোয় প্রথম রাউন্ডের ম্যাচে জিতে সোমদেবের সামনে আরও একটা বড় সুযোগ। আর একটা ম্যাচ জিততে পারেলই সোমদেব খেলতে পারবেন কিংবদন্তি রজার ফেডেরারের বিরুদ্ধে। রবিবার ফরাসি ওপেনের প্রথম দিনে সোমদেব জিতলেন ড্যানিয়েল মুনোজ ডি লা-এর বিরুদ্ধে ৬-৩, ৬-৩, ৭-৫।
অন্যদিকে, ফরাসি ওপেনের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে উঠলেন রজার ফেডেরার। দ্বিতীয় বাছাই সুইস তারকা স্পেনের পাবলো ক্যারেনো বুস্টাকে অতি সহজেই হারিয়ে দেন। অভিষেক ম্যাচে বুস্টা ফেডেরারের বিরুদ্ধে তেমন প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। ফেডেরারের ৬-২ ,৬-২, ৬-৩ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেন বুস্টা। তৃতীয় রাউন্ডে ফেডেরার খেলবেন সোমদেব দেববর্মন বনাম লা নাভার জয়ীর বিরুদ্ধে। মাত্র একটা গেম খুইয়ে দ্বিতীয় রাউন্ডে উঠলেন সেরেনা উইলিয়ামসও।
প্রথম দিনে তারকা পতন বলতে প্রাক্তিন এক নম্বর অসি তারকা লিটন হিউইটের বিদায়।
First Published: Sunday, May 26, 2013, 21:28