Last Updated: June 8, 2013 20:38

ইতিহাসের চাকাকে ঘুরিয়ে দিলেন ৩১ বছরের সেরেনা উইলিয়ামস। শনিবার ফরাসি ওপেনের ফাইনালে মারিয়া শারাপোভাকে হারিয়ে ১১ বছর বাদে রোলা গাঁরোয় খেতাব জিতলেন সেরেনা উইলিয়ামস। ফাইনালে বিশ্বের এক নম্বর সেরেনা জিতলেন ৬-৪, ৬-৪। গতবারের চ্যাম্পিয়ন শারাপোভাকে উড়িয়ে দিলেন আমেরিকার এই কিংবদন্তি।
সিঙ্গলসে মোট ১৬ টি গ্র্যান্ডস্লাম খেতাব জেতা হয়ে গেল সেরেনার। সবচেয়ে বেশি সিঙ্গলস গ্র্যান্ডস্লাম খেতাবে জেতার হিসাবে সেরেনার সামনে এখন রজার ফেডেরার (১৭), মার্টিনা নাভ্রাতিলোভা (১৮), হেলেন মুডি (১৯), স্টেফি গ্রাফ (২২), মার্গারেট কোর্ট (২৪)।
শনিবার লাল সুরকির কোর্টে ফাইনালটা হল কিছুটা একপেশে। সেরেনার সামনে পরলেই টেনিসের বাঘা সুন্দরী মারিয়া শারাপোভা কেমন যেন গুটিয়ে যান। এদিনও তাই হল। সেরেনার ফোরহ্যান্ড, ব্যাকহ্যান্ড, আর দানবীয় সার্ভগুলোর কাছে যেন মাথানত করে দিলেন মাশা।
এদিনের খেতাব জিতে সেরেনার সঙ্গে প্রমাণ করলেন শুধু উইম্বলডন, ইউএস ওপেন কিংবা অস্ট্রেলিয়ান ওপেন নয় লাল সুরকির মাটির কোর্টেও সমান রকম স্বাচ্ছন্দ্য তিনি।

শনিবারের ফাইনালের পরিসংখ্যান
এস
সেরেনা-১০, শারাপোভা-০২
টোটাল পয়েন্ট জয় ( উইনার)
সেরেনা-৭১, শারাপোভা-৫৬
ডবল ফল্ট
সেরেনা-০০, শারাপোভা-০৪
ব্রেক পয়েন্ট-
সেরেনা-৪/১৫, শারপোভা-২/২
আনফোর্সড এরর-
সেরেনা-২১, শারাপোভা-১৭
First Published: Saturday, June 8, 2013, 22:16