Last Updated: October 15, 2012 14:23

এফডিআই নিয়ে দেশ জোড়া বিরোধিতার মুখে কেন্দ্রের ইউপিএ সরকার। শুধু রাজনীতির আঙিনাতেই নয়, ইতিমধ্যেই জল গড়িয়েছে আদালতেও। খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী এমএল শর্মা। সোমবার ছিল সেই মামলার শুনানি। সেখানে অবশ্য কিছুটা স্বস্তি মিলেছে কেন্দ্রের। আপাতত খুচরো ব্যবসায় এফডিআই চালুতে স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট।
তবে আইনি বৈধতার প্রশ্ন তুলে সরকারকে কিছুটা অস্বস্তিতে ফেলে দিয়েছে শীর্ষ আদালত। বিচারপতি আরএম লোধা এবং বিচারপতি এআর দাভে জানিয়েছেন এফডিআই নিয়ে আইনি বৈধতায় খামতি রয়েছে। এফডিআই চালুর আগে ফেমা আইনের সংশোধন জরুরি বলে জানান তাঁরা। তবে কেবল এই আইনি ফাঁক থাকার কারণেই এফডিআইয়ে স্থগিতাদেশ দেওয়া যায় না বলে জানিয়েছে আদালত।
ফেমা আইনের সংশোধন নিয়ে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের সঙ্গে আলোচনা করবেন বলে আদালতকে জানান অ্যাটর্নি জেনারেল জিই ভানবতী।
এরপর দুসপ্তাহের মধ্যে আইন সংশোধনের নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ। পাঁচই নভেম্বর ওই মামলার পরবর্তী শুনানি।
First Published: Monday, October 15, 2012, 20:31