Set back - Latest News on Set back| Breaking News in Bengali on 24ghanta.com
আপাতত খুচরোয় এফডিআই চালুতে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট

আপাতত খুচরোয় এফডিআই চালুতে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট

Last Updated: Monday, October 15, 2012, 14:23

খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী এমএল শর্মা। সোমবার ছিল সেই মামলার শুনানি। সেখানে অবশ্য কিছুটা স্বস্তি মিলেছে কেন্দ্রের। আপাতত খুচরো ব্যবসায় এফডিআই চালুতে স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। তবে আইনি বৈধতার প্রশ্ন তুলে সরকারকে কিছুটা অস্বস্তিতে ফেলে দিয়েছে শীর্ষ আদালত।