ক্যালিফোরনিয়ায় বন্দুকবাজের হামলায় মৃত ৭, আহত আরও ৭

ক্যালিফোরনিয়ায় বন্দুকবাজের হামলায় মৃত ৭, আহত আরও ৭

ক্যালিফোরনিয়ায় বন্দুকবাজের হামলায় মৃত ৭, আহত আরও ৭ ক্যালিফোরনিয়াতে বন্দুকবাজের হামলায় প্রাণ হারালেন ৭ জন। গুরুতর আহত হয়েছেন আরও ৭। দক্ষিণ ক্যালিফোরনিয়ার কলেজ টাউন সান্তা বারবারাতে ভয়াবহ এই ঘটনা ঘটেছে।

সান্তা বারবারার শেরিফ বিল ব্রাউন এই ঘটনাকে `গণ হত্যার পরিস্থিতি` বলে আখ্যা দিয়েছেন। পুলিস জানিয়েছে বন্দুকবাজ আততায়ীও এই ঘটনায় মারা গেছে।

সন্দেহভাজন আততায়ী গতরাতে একটি কালো চলন্ত BMW -এর পাদানিতে দাঁড়িয়ে শহরের বিভিন্ন অংশে নির্বিচারে গুলি চালায়।

পুলিস সূত্রে খবর, গতকাল রাত ৯টা ৩০ নাগাদ গুলি চালাতে শুরু করে সন্দেহভাজন ব্যক্তি।

পুলিসের সঙ্গে দু`বার গুলির লড়াই চলে আততায়ীর। দু`বারই সে পালাতে সক্ষম হয়। একটি দাঁড়িয়ে থাকা গাড়ির সঙ্গে আততায়ীর গাড়ির সংঘর্ষ হয়। পুলিস ঘটনাস্থলে সন্দেহভাজন আততায়ীকে মৃত অবস্থায় উদ্ধার করে। ওই ব্যক্তির মাথায় গুলির ক্ষত ছিল। আততায়ীর গাড়ি থেকে একটি বন্দুক উদ্ধার হয়েছে।

First Published: Saturday, May 24, 2014, 20:58


comments powered by Disqus