নেপালে বেড়াতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হাওড়ার সাত পর্যটকের

নেপালে বেড়াতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হাওড়ার সাত পর্যটকের

Tag:  road accident
নেপালে বেড়াতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হাওড়ার সাত পর্যটকেরনেপালে বেড়াতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল এক শিশুসহ হাওড়ার সাত পর্যটকের। গতরাতে পর্যটক বোঝাই গাড়িটি মারসিয়াংডি নদীতে পড়ে যায়। গাড়িটি ১০ জন ভারতীয় পর্যটককে নিয়ে পোখরা থেকে কাঠমাণ্ডু ফিরছিল। দুর্ঘটনাটি হয় তানাহুন জেলার চুনাপাড়া এলাকায়।

নিহত সাত পর্যটকেরই বাড়ি হাওড়ার জিটি রোডে। মৃতেরা হলেন, বিনয়কুমার তিওয়ারি, হেমন্ত ত্রিপাঠী, কলাবতী তিওয়ারি, পুণম ত্রিপাঠি, নেহা ত্রিপাঠি, মিলন ত্রিপাঠী, তৃষা ত্রিপাঠী।দুর্ঘটনায় গাড়ির চালকসহ আহত চার জনকে উদ্ধার করা হয়। এক শিশু সহ আহত ওই চার জনের উদয়পুর জেলার এক হাসপাতালে।

First Published: Wednesday, January 1, 2014, 15:38


comments powered by Disqus