Last Updated: November 28, 2013 12:55

২০০১ সালের জাল পাসপোর্ট মামলায় সিবিআই-এর বিশেষ আদালত আবু সালেমকে সাত বছরের হাজত বাসের সাজা শোনাল।
চলতি মাসের ১৮তারিখ আদালত এই মামলায় আবু সালেমকে দোষী সব্যস্ত করেছিল। অন্ধ্রপ্রদেশের কুর্নূল জেলা থেকে ভুয়ো নামে পাসপোর্ট তৈরি করায় আবু সালেমের বিরুদ্ধে মামলা চলছিল। সালেমের বিরুদ্ধে ইন্ডিয়ান পেনাল কোডের ১২০-বি, ৪১৯ ও ৪৭১ ধারায় মামলা চলছিল।
২০০১ সালে নকল জন্মপরিচয়, ভুয়ো পিতৃপরিচয়, ভুয়ো ঠিকানা প্রমাণপত্র দিয়ে রামিল কামিল মালিক এই কাল্পনিক নামে একটি পাসপোর্ট তৈরি করে ডন আবু সালেম। এর সঙ্গেই স্ত্রী ও প্রেমিকার নামেও দু`টি পাসপোর্ট বানায় সে। এই কাজে কিছু সরকারি অফিসারও সালেমকে সাহায্য করেছিল বলে অভিযোগ।
২০০২ সালের অক্টোবরে অন্ধ্রপুলিসের থেকে নকল পাসপোর্ট মামলার তদন্তভার হাতে নেয় সিবিআই। ২০০৪ সালে মোট ১০জনের নামে চার্জশিট দায়ের করে সিবিআই। এদের মধ্যে সাতজন ট্রায়ালের সম্মুখীন হয়। দু`জন বেকসুর খালাস হয়।
২০০৯ সালে আবুসালেমের বিরুদ্ধে হায়দরাবাদে ট্রায়াল শুরু হয়।
First Published: Thursday, November 28, 2013, 12:55