Last Updated: Friday, September 6, 2013, 14:59
বনি কাপুরের পর করন জোহার। গ্যাংস্টারদের হুমকির সম্মুখীন হলেন বলিউডের এই তারকা প্রযোজক, পরিচালক। একটি হুমকি এসএমএস পেয়ে মুম্বইয়ের খার পুলিস স্টেশনে অভিযোগ দায়ের করেছেন করন। মুম্বই ক্রাইম ব্রাঞ্চ বিষয়টির তদন্তের দায়িত্ব নিয়েছে।