Sexual assault case: Tarun Tejpal`s judicial custody extended by 10 days

তরুণ তেজপালের জেল হেফাজত বাড়ল ১০ দিন

তরুণ তেজপালের জেল হেফাজত বাড়ল ১০ দিনতহেলকা পত্রিকার সম্পাদক তরুণ তেজপালের জেল হেফাজতের মেয়াদ ১০ দিন বাড়াল গোয়া আদালত। ইংরাজি নববর্ষ কেটেছে জেলেই। তারপর শনিবার তাঁকে আদালতে পেশ করা হয়। সহকর্মী সাংবাদিকের যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত তেজপালের জামিন না মঞ্জুর হয়ে যায় এদিন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাঁকে আরও ১০ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

তদন্ত শেষ হওয়া পর্যন্ত জেলই থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তেজপালের জেল হেফাজত আরও ১৪ দিন বাড়ানোর দাবি জানিয়েছিল গোয়া পুলিস।

নভেম্বরের ৩০ তারিখ যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার করা হয় তরুণ তেজপালকে। পুলিস ও জেল হেফাজত মিলিয়ে প্রায় এক মাস হাজতেই কাটিয়েছেন তেজপাল।

First Published: Saturday, January 4, 2014, 16:18


comments powered by Disqus