Last Updated: Saturday, January 4, 2014, 16:18
তহেলকা পত্রিকার সম্পাদক তরুণ তেজপালের জেল হেফাজতের মেয়াদ ১০ দিন বাড়াল গোয়া আদালত। ইংরাজি নববর্ষ কেটেছে জেলেই। তারপর শনিবার তাঁকে আদালতে পেশ করা হয়। সহকর্মী সাংবাদিকের যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত তেজপালের জামিন না মঞ্জুর হয়ে যায় এদিন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাঁকে আরও ১০ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।