ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচারে এসএফআই, SFI campaigns for Ritabrata Bandopadhyay

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচারে এসএফআই

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচারে এসএফআইসংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, দক্ষিণ কলকাতা কেন্দ্রের বাম প্রার্থী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচারে নামল এসএফআই। গড়িয়াহাট থেকে শুরু হওয়া মিছিল শেষ হয় রবীন্দ্রসদনের সামনে। মিছিল থেকে শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য বন্ধের দাবিতে সরব হন ছাত্ররা। ছাত্রছাত্রীদের অভিযোগ, এসএফআই করার অপরাধে তাদের কলেজে ঢুকতে দেওয়া হচ্ছে না। শিক্ষা সংক্রান্ত অর্ডিনান্স প্রত্যাহারেরও দাবি তোলা হয় মিছিলে। শুধু মিছিল নয়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে জয়ী করার দাবি জানাতে, বাড়ি বাড়ি গিয়েও প্রচার করছেন ছাত্রছাত্রীরা। চলতি মাসের তিরিশ তারিখ কলকাতা দক্ষিণ কেন্দ্রে লোকসভা উপনির্বাচন।

First Published: Tuesday, November 22, 2011, 21:11


comments powered by Disqus