Last Updated: November 30, 2013 16:28

সারদা-কাণ্ডে সরকারের ভূমিকার প্রতিবাদে আজ বিধাননগর কমিশনারেটের সামনে বিক্ষোভ দেখাবে এসএফআই এবং ডিওয়াইএফআই। সারদার সম্পত্তি নিলাম করে ক্ষতিপূরণ এবং কুণাল ঘোষ যাঁদের নাম বলেছেন, তাঁদের জিজ্ঞাসাবাদের দাবি জানাবেন বাম ছাত্র-যুবরা। একইসঙ্গে, গত বৃহস্পতিবার বিধাননগর কমিশনারেটে স্মারকলিপি দিতে গিয়ে পুলিসের বিরুদ্ধে বিশিষ্ট ব্যক্তিদের হেনস্থার যে অভিযোগ উঠেছে তারও প্রতিবাদ জানাবে এসএফআই এবং ডিওয়াইএফআই। বিধানগর কমিশনারেটে স্মারকলিপি দেওয়ার পাশাপাশি সভা ও মিছিল করবেন তাঁরা। বাম ছাত্র-যুবদের কর্মসূচিকে কেন্দ্র করে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে বিধাননগর কমিশনারেট চত্ত্বর।
গত ২৮ নভেম্বর ডেপুটেশন দিতে গিয়ে পুলিসের ধাক্কার মুখে পড়তে হয় সুজন চক্রবর্তী, অসীম চ্যাটার্জি, সুনন্দ সান্যালকে। সারদাকাণ্ডে সিবিআই তদন্তের দাবি নিয়ে সেদিন বিধাননগর কমিশারেটে যায় ইউনাইটেড চিট ফান্ড সাফারার ইউনিট নামে একটি সংস্থা। সেই সংস্থার সঙ্গেই ছিলেন সুজন চক্রবর্তী, সুনন্দ সান্যাল, অসীম চ্যাটার্জিরা। ডেপুটেশন দিতে গিয়ে পুলিসের বাধার মুখে পড়েন প্রতিনিধি দলের সদস্যেরা। সব মিলিয়ে সারদা কেলেঙ্কারির প্রতিবাদে রণক্ষেত্র হয়ে ওঠে বিধাননগর কমিশনারেট চত্বর৷
First Published: Saturday, November 30, 2013, 16:28