এসএফআই সমর্থকের মৃত্যুতে উত্তেজনা, SFI supporter`s death

এসএফআই সমর্থকের মৃত্যুতে উত্তেজনা

এসএফআই সমর্থকের মৃত্যুতে উত্তেজনামুর্শিদাবাদের জলঙ্গির ধনিরামপুরে খুন হলেন এসএফআই সমর্থক এক ছাত্র। মৃতের নাম মহবুল ইসলাম। তিনি করিমপুর পান্নাদেবী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। মৃতের পরিবারের অভিযোগ, স্থানীয় কংগ্রেস পঞ্চায়েত সদস্য এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। বোমার আঘাতে শেষপর্যন্ত মৃত্যু হল মহবুল ইসলামের। পান্নাদেবী কলেজের এই ছাত্র এসএফআইয়ের সমর্থক ছিলেন। বৃহস্পতিবার ডোমকলে সিপিআইএমের আইন অমান্য কর্মসূচিতে অংশ নিয়ে বাড়ি ফেরার পর তাঁর ওপর আক্রমণ হয় বলে জানিয়েছে তাঁর পরিবার। ঘটনার সময় পুলিস সেখানে উপস্থিত থাকলেও, তাঁরা কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ উঠেছে। এই খুনের পিছনে কংগ্রেসের স্থানীয় পঞ্চায়েত সদস্যের হাত রয়েছে বলেও অভিযোগ। রাতেই শেষপর্যন্ত ডোমকল মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় মহবুলকে। শুক্রবার সেখানে তাঁর মৃত্যু হয়। এই ঘটনার জেরে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।  
 

First Published: Friday, November 25, 2011, 22:17


comments powered by Disqus