Last Updated: Friday, November 25, 2011, 22:08
মুর্শিদাবাদের জলঙ্গির ধনিরামপুরে খুন হলেন এসএফআই সমর্থক এক ছাত্র। মৃতের নাম মহবুল ইসলাম। তিনি করিমপুর পান্নাদেবী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। মৃতের পরিবারের অভিযোগ, স্থানীয় কংগ্রেস পঞ্চায়েত সদস্য এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।