Last Updated: February 15, 2014 13:31
পুলিস হেফাজতে থাকলেও মামলা তুলে নিতে নির্যাতিতার পরিবারকে হুমকির অভিযোগ শাহজাদা বক্সের বিরুদ্ধে। অভিযোগ, আমিনুল কাণ্ডে প্রমাণের অভাবে ছাড়া পাওয়ার পরেই নির্যাতিতাকে হুমকি দেওয়া শুরু করেছিল শাহজাদা। অভিযোগ, ওই তরুণীর শ্লীলতাহানি করে শাহজাদা এবং তাঁর সঙ্গী সেলিম।
কড়েয়া থানায় শাহজাদা বক্সের বিরুদ্ধে ২০১২ সালে প্রথম ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন ওই তরুণী। বৃহস্পতিবার রাতে ফের ওই তরুণীর আনা শ্লীলতাহানির অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় শাহজাদা বক্সকে। এবার মামলা তুলে নিতে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ নির্যাতিতার পরিবারের। গতকাল রাতে কড়েয়া থানায় শাহজাদার পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তাঁরা। শাহাজাদার সঙ্গী সেলিম এখনও ফেরার। এই পরিস্থিতিতেই আজ আলিপুর আদালতে গোপন জবানবন্দি দেবেন নির্যাতিতা।
First Published: Saturday, February 15, 2014, 13:31