Last Updated: Saturday, February 15, 2014, 13:31
পুলিস হেফাজতে থাকলেও মামলা তুলে নিতে নির্যাতিতার পরিবারকে হুমকির অভিযোগ শাহজাদা বক্সের বিরুদ্ধে। অভিযোগ, আমিনুল কাণ্ডে প্রমাণের অভাবে ছাড়া পাওয়ার পরেই নির্যাতিতাকে হুমকি দেওয়া শুরু করেছিল শাহজাদা। অভিযোগ, ওই তরুণীর শ্লীলতাহানি করে শাহজাদা এবং তাঁর সঙ্গী সেলিম।